সূদ অভিশপ্ত

১৬৬। হযরত জাবের (রাঃ) বলেন, ‘রাসুলুল্লাহ (সাঃ) অভিশম্পাত করেছেন সুদখোরের প্রতি, সুদদাতার প্রতি, সুদের দলীল লেখকের প্রতি এবং যারা দু’জন সাক্ষী হয় তাদের প্রতি। তিনি আরও বলেছেন তারা সকলেই সমান।’ (মুসলিম) ১৬৭। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন- ‘রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন সুদের দ্বারা (আপাতভাবে) সম্পদ বৃদ্ধি পেলেও পরিণামে সংকীর্ণতা আসবে।’ (ইবনে মাজাহ, বাইহাকী, আহমাদ) ব্যাখ্যা … Read more