ত্বহারাত বা পবিত্রতা সম্পর্কে কিছু হাদিস

 ১. নবী করীম (সাঃ) বলেন,- পবিত্রতা ঈমানের অঙ্গ।’(মুসলিম)

২. নবী (সাঃ) আরো বলেন :-

‘পবিত্রতা অর্জন ব্যতীত নামায হয় না এবং হারাম উপার্জনের দ্বারা সাদকা হয়না।’ (মুসলিম)

৩. ইবনে আব্বাস (রাঃ) বর্ণিত হাদীসে রসূল (সাঃ) বললেন: ‘চামড়া যখন পাকানো হয় তখন তা পবিত্র।’ (বুখারী ও মুসলিম)

৪. আবু সাঈদ (রাঃ) বর্ণিত রসূল (সাঃ) বললেন: তোমাদের কেউ যখন মসজিদে আসে, তখন সে যেন তার জুতা উল্টিয়ে দেখে নেয়। তাতে যদি কোনো নাপাকী দেখতে পায়, তবে তা যেন ভূমির সাথে রগড়িয়ে মুছে ফেলে। তারপর তা নিয়ে নামায পড়ে। (আহমদ, আবু দাউদ)

৫.‌‌ নামাযের জন্য অযু করা অপরিহার্য। 

নবী করীম (সাঃ) বলেছেন‌ –

‘কোন নামায কবুল হবেনা যতক্ষণ পর্যন্ত অযু করে তা সম্পন্ন করা না হবে।’ (বুখারী, মুসলিম)

৬**. হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন নবী করীম (সাঃ) বলেছেন,

অযু করার শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ বলেনি তার অযু শুদ্ধ হয়নি। (মুসনাদে আহমদ, আবু দাউদ)

Leave a Comment