শহীদ কে?

 ৪৩। হযরত মুয়ায বিন জাবাল (রাঃ) থেকে বর্ণিত : তিনি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছেন – ‘যে ব্যক্তি খাঁটি মনে আল্লাহ’র কাছে শাহাদাতের মৃত্যুর জন্যে প্রার্থনা করছে, তারপর তার স্বাভাবিক মৃত্যুই হোক আর নিহতই হোক, শহীদের পুরস্কার পাবে।’ (আবু দাউদ, তিরমিযী) ৪৪। হযরত সাঈদ বিন জায়েদ (রাঃ) বলেন- আমি রাসূলুল্লাহ (সাঃ)- কে বলতে শুনেছি—যে ব্যক্তি … Read more