ইমামের কর্তব্য

৮৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন- রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন— “যখন তোমাদের মধ্যে কেউ লোকেদের নামায পড়ায়, তখন সে যেন তাকে (নামাযকে) সংক্ষেপ করে। কারণ তাদের মধ্যে রুগ্ন, দুর্বল ও বৃদ্ধ লোকেরাও রয়েছে। আর যখন কেউ একা একা নামায পড়ে তখন সে নামায যত খুশি লম্বা করতে পারে।’ (বোখারী, মুসলিম)  ব্যাখ্যা: ইমামকে অবশ্যই মুসল্লীদের অবস্থার দিকে … Read more