অনাড়ম্বর বিবাহ

 ১৭৬। হযরত আয়েশা (রাঃ) বলেন ‘রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন সবথেকে বরকতপূর্ণ বিবাহ হ’ল সেটাই যা সবচেয়ে কম কষ্টদায়ক হয়।” (বাইহাকী-শো’আবুল ইমান) ব্যাখ্যা : আড়ম্বর বর্জিত ও অল্প বায়ে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানই হ’ল আদর্শ বিবাহ। অনর্থক জাঁকজমক ও ব্যয় বাহুল্য এবং যুক্তিহীন রীতি- রেওয়াজ অযথা ঝামেলা বাড়ায় ও বিবাহকে জটিল করে তোলে। ফলে বিবাহ সংশ্লিষ্ট সকলের পক্ষেই … Read more