কে ইমাম হবেন ?

 ৮৭. হযরত আবু সাইদ খুদরী (রাঃ) বলেন- ‘রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- – ‘যখন তিনজন লোক একত্রে থাকে তখন যেন তাদের ভিতর থেকে একজন ইমাম হয়। ইমামতির হকদার সেই যে তাদের মধ্যে উত্তম কোরআন পড়ে।” – (মুসলিম) ব্যাখ্যা : অন্য এক হাদীসে দুইজন থাকলেও একজনের ইমাম হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৮৮. হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) বলেন- … Read more