মৃত্যু কামনা করা নিষেধ

১০৩ ।  হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন- “রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন – – “তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুর কামনা না করে। কেননা, যদি সে সৎকর্মশীল হয়, তবে সে হয়ত (দীর্ঘ জীবনের কারণে) বেশি গুণ্য অর্জন করবে এবং যদি পাপী হয় তবে হয়ত তওবার মাধ্যমে ক্ষমা লাভ করবে।’- – (বোখারী)