মিসওয়াক

 ৫৫। হযরত আয়েশা (রাঃ) বলেন রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন— “মিসওয়াক হ’ল মুখের পরিচ্ছন্নতা দানকারী এবং বনের সন্তুষ্টি উৎপাদনকারী।’—(শাফেয়ী, আহমদ, দারামী, নাসায়ী, বোখারী) ৫৬। হযরত আবু আইউব আনসারী (রাঃ) বলেন- রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন— ‘চারটা কাজ রাসূলগণের সুন্নাতের মধ্যে সামিল। ১। লজ্জা করা, অন্য বর্ণনায় এর বদলে রয়েছে খাতনা করা। ২। সুগন্ধি দ্রব্য ব্যবহার করা। ৩) মিসওয়াক করা। … Read more