নামাযের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা

 ৯৫। হযরত আবু হুযায়ফা (রাঃ) বলেন-নবী (সাঃ)-কে যখন কোন বিষয় চিন্তায় ফেলত, তিনি নামায পড়তেন।’ (আবু দাউদ)  ব্যাখ্যা : হুজুর (সাঃ) কোন বিষয়ে পেরেশান অবস্থায় থাকলে নফল নামা পড়ে আল্লাহ’র কাছে পেরেশানী দুর করার জন্যে সাহায্য প্রার্থনা করতেন। ‘ধৈর্য এবং নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর এই বাক্যের বাস্তবায়ন হুজুর (সাঃ) এভাবেই করতেন।