স্বামী স্ত্রীর পারস্পরিক ব্যবহার

 ১৭৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- “নারীকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। তোমার জন্য তা কখনোই সোজা হবে না। যদি তুমি তাকে দিয়ে কাজ নিতে চাও, বাঁকা অবস্থাতেই কাজ নেবে। আর যদি তাকে সোজা করতে চাও তবে তাকে ভেঙে ফেলবে এবং ভাঙা হ’ল তাকে তালাক দেওয়া।’ (মুসলিম)

ব্যাখ্যা : নারীর স্বভাবে প্রকৃতিগতভাবে কিছু বক্রতা ও বুদ্ধিগত দুর্বলতা থাকে। যা সম্পূর্ণ সোজা করতে গেলে মতান্তর ও সম্পর্ক তিক্ত হওয়ারই সম্ভবনা। তাই তাদের এই দুর্বলতা মেনে নিয়েই তাদের সাথে ব্যবহার করতে হবে। তাদের সাথে নরম ও সহানুভূতিপূর্ণ ব্যবহার করাই হ’ল সর্বোত্তম পন্থা। কঠোর ব্যবহার অনেক সময় সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়ায়।

১৭৮। হযরত আবু হুরায়রা (রা:) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- -কোন ঈমানদার যেন ঈমানদার নারীকে শত্রু না ভাবে। যদি তার কোন অভ্যাসের কারণে অপছন্দ করে তবে যেন অন্য অভ্যাসের জন্যে পছন্দ করে।’ (মুসলিম)

ব্যাখ্যা : একটা মানুষের সব অভ্যাস বা কাজ মন্দ হয় না। যদি কোন স্ত্রীর কোন অভ্যাস বা কাজ খারাপ লাগে তবে তার অন্য কোন ভাল অভ্যাস বা গুণের কারণে তাকে ভালবাসতে হবে।

১৭৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন— “তোমাদের মধ্যে সেই সব থেকে ভাল, যে তার পরিবারের জন্যে ভাল। এবং তোমাদের মধ্যে আমি আমার পরিবারের জন্যে ভালো।’- (তিরমিযী দারেমী, ইবনে মাযাহ)

ব্যাখ্যা: উত্তম ব্যক্তির উত্তম ব্যবহার তার পরিবারের লোকজনের মধ্যেই প্রথম শুরু হয়।

১৮০। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- “যখন কোন নারী তার উপর ফরয পাঁচ ওয়াক্তের নামায পড়বে, একমাস রোযা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাযত করবে এবং স্বামীর বাধ্য থাকবে, তখন সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।’- – (আবু নয়ীম)

১৮১। হযরত উম্মে সালমাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- ‘যে মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রেখে মরবে, সে জান্নাতে প্রবেশ করবে।’- (তিরমিযী)

ব্যাখ্যা : শরীয়তের বিরোধী কোন কাজে স্বামীকে সন্তুষ্ট করা জায়েয। নয়। কেবল বৈধ কাজে স্ত্রী স্বামীর আনুগত্য করবে।

১৮২। হযরত তালক বিন আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ বলেছেন- “ যখন কোন পুরুষ তার স্ত্রীকে নিজের প্রয়োজনে ডাকে, তখন সে যেন সাড়া দেয়, যদিও রান্নার কাজে ব্যস্ত থাকে।’ (তিরমিযী) 

ব্যাখ্যা : শরয়ী ওজর ছাড়া স্বামীর ডাকা সাড়া না দেওয়া নিষিদ্ধ।

Leave a Comment