বিবাহের ফযিলত

 ১৭৪। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) বলেন- ‘রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- হে যুবকবৃন্দ ! তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। কারণ তা দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এবং যার সামর্থ্য নেই সে যেন রোযা পালন করে। কারণ তা তার জন্যে খোজা হওয়া।’- (বোখারী মুসলিম)

ব্যাখ্যা : যৌন আকাঙ্খা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। ইসলাম বিবাহ বহির্ভূতভাবে এই প্রবৃত্তি চরিতার্থ করাকে হারাম সাব্যস্ত করেছে। তাই বিবাহের উপর এতটা জোর দেওয়া হয়েছে। প্রত্যেক সামর্থ্যবান পুরুষের জন্যে বিবাহ জরুরী। কিন্তু যার বিবাহের সঙ্গতি নেই তার উচিত রোযা রেখে তার যৌন প্রবৃত্তিকে দমন করা। কারণ রোযা যৌন প্রবৃত্তিকে দমনে অত্যন্ত কার্যকর।

১৭৫। হযরত আবদুল্লা বিন আমর (রাঃ) বলেন- “রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন—পুরো দুনিয়াটাই সম্পদ এবং দুনিয়ার সর্বোত্তম সম্পদ হ’ল সতী সাধ্বী স্ত্রী।’ (মুসলিম)

Leave a Comment