কৃতজ্ঞতা স্বীকার করা

 ১৭৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, ‘রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- -যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহতায়ালারও কৃতজ্ঞতা প্রকাশ করে না।’

(আহমাদ,তিরমিযী)

ব্যাখ্যা : কারো দ্বারা উপকৃত হলে তা স্বীকার করা উচিত এবংসাধ্যমত তার প্রতিদান করা কর্তব্য। অন্ততঃপক্ষে তার জন্যে দোয়া করাও দরকার। কৃতজ্ঞতা স্বীকার না করা সংকীর্ণতার পরিচায়ক।

Leave a Comment